• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোহলিকে কেন অধিনায়কত্ব ছাড়তে বললেন আফ্রিদি?  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৮:২০ পিএম
কোহলিকে কেন অধিনায়কত্ব ছাড়তে বললেন আফ্রিদি?  

বিশ্বকাপে যাওয়ার আগেই ঘোষনা দিয়েছিলেন যে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব আর করবেন না বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটেও কি অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি নাকি একজন খেলোয়াড় হিসেবে খেলবেন জাতীয় দলে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। এবার এ নিয়েই কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে নিজের ব্যাটিংয়ে আরও বেশী মনোযোগ দিতে সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন কোহলি।&n♛bsp;

পাকিস্তানের এক সংবাদমাধ্যমে পাকিস্তানের সাব🗹েক অধিনায়ক আফ্রিদি বলেন, ‘‘আমার মনে হয় ভারতীয় ক্রিকেটে সব ধরনের ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়া উচিত কোহলীর। তাহলে কোহলী নিজের ব্যাটিং অনেক বেশি উপভোগ করতে পারবে। কোহলী ভারতের সেরা ব্যাটার। ওর উপর কোনও অতিরিক্ত চাপ থাকা উচিত নয়। ওকে উপভোগ করে খেলতে দেওয়া উচিত।’’

এদিকে টি-টোয়েন্টিতে কোহলির জায়গায় অধিনায়কত্ব পেয়েছেন হার্ড 💟হিটার ব্যাটার রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বে ভারত আরও ভালো করবে ব🔯লে জানান আফ্রিদি।

আফ্রি🌟দি বলেন, ‘‘আমি রোহিতের বিপক্ষে খেলেছি। ওর মানসিকতা ইতিবাচক। রোহিতের সব থেকে বড় গু🔜ণ হল চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখা। সেটা ভারতীয় দলের পক্ষে খুব ভালো।’’

ব্যাটার হিসাবেও রোহিতের প্রশংসা করে আফ্রিদি বলেন, ‘‘রোহিত খুব বড় মাপের ব্যাটার। ওর ব্যাটিং দেখলেই সেটা বোঝা যায়। সেই সঙ্গে এক জন নেতা হওয়ার সব গুণ ওর মধ্যে রয়েছে। তাই ওকেই সেই দায়িত্ব দেওয়া উচিত।&rsqu💃o;’

Link copied!